সিকান্দার রাজা দীর্ঘদিন ধরেই আলো ছড়িয়ে যাচ্ছিলেন। ফলাফল পেলেন হাতেনাতে। ব্যাটে-বলে আলো ছড়িয়ে আইসিসি অলরাউন্ডারদের র্যাংকিংয়ে প্রথমবারের মতো শীর্ষে উঠেছেন জিম্বাবুয়ের তারকা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রেসবক্স থেকে মাঠের দূরত্ব তুলনামূলক অনেকটাই কম। তাতে মাঠে ক্রিকেটারদের শরীরীভাষা বোঝা খানিকটা সহজ হয়। দূর থেকে দেখেই মনে হচ্ছিল ক্রিকেটাররা বেশ আক্রমণাত্মক ক্রিকেট খেলছেন।
বাংলাদেশ দলের ব্যাটিং লাইনের ভরসা মনে করা হয় যে কয়েকজনকে তাদের মধ্যে তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন অন্যতম। স্বাভাবিকভাবেই নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপকে সামনে রেখে ভালো কিছুর প্রত্যাশা তাদের ওপর। যদিও প্রস্তুতিটা ভালো হয়নি ইমন ও তামিমের।